ব্রাজিল কিংবদন্তি মার্তার ছিল এটাই শেষ ম্যাচ। অলিম্পিকের আগেই ঘোষণা দিয়েছিলেন, এই টুর্নামেন্ট খেলেই বুটজোড়া তুলে রাখবেন। শেষ ম্যাচ হতে পারতো গ্রুপ পর্বেই। লাল কার্ডের কারণে কোয়ার্টার ফাইনাল খেলতে পারেননি। যদিও তাকে ছাড়াই সেমিতে উঠে গিয়েছিল ব্রাজিল। এরপর তো উঠলো ফাইনালেও। সবার ধারণা ছিল, এবার হয়তো সোনার পদক গলাতে ঝুলিয়েই বিদায় বলতে পারবেন তিনি।
কিন্তু সামনে যে ছিল অলিম্পিকে নারী ফুটবলে সবচেয়ে সফল দল যুক্তরাষ্ট্র! কঠিন এক প্রতিদ্বন্দ্বী। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে পারলোই না ব্রাজিলের মেয়েরা। ১-০ গোলে ব্রাজিলকে হারিয়ে পঞ্চমবারের মতো অলিম্পিক নারী ফুটবলের সোনা জিতলো যুক্তরাষ্ট্রের মেয়েরা।