শেখ হাসিনার সরকারের পতনের পর বরগুনায় গতকাল শনিবার দুপুরে মিছিল ও সমাবেশ করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সমাবেশ থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নবগঠিত অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়েছেন।
আওয়ামী লীগের এই নেতা তাঁর বক্তব্যে বলেন, ‘যে তত্ত্বাবধায়ক (অন্তর্বর্তী) সরকার দায়িত্ব নিয়েছে, তাদের আমরা অভিনন্দন জানাই। তারা ঠিকভাবে দেশকে পরিচালনা করবে, সে আশাবাদ এই দেশের মানুষ করে।’
গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর বরগুনায় জেলা আওয়ামী লীগ কার্যালয়, বরগুনা-১ আসনের সদ্য সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ারের কার্যালয়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরের কার্যালয় ভাঙচুর করা হয়। আগুন দেওয়া হয় সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর শহরের পশ্চিম বরগুনা এলাকার কার্যালয়ে।