বলিউডে ‘ডন’ হয়ে প্রথম পর্দা কাঁপান ‘বিগ বি’ অমিতাভ বচ্চন। ১৯৭৮ সালে মুক্তি পায় অমিতাভ অভিনীত ‘ডন’। এরপর ‘ডন’ ফ্র্যাঞ্চাইজি কিনে ২০০৬ সালে শাহরুখ খানকে নিয়ে একই নামে সিনেমা বানান পরিচালক ফারহান আখতার। ব্যবসায়িক সফলতার পর ২০১১ সালে ‘ডন ২’-তে আবারও এ চরিত্রে দেখা দেন বলিউড বাদশা। আসতে যাচ্ছে এই ফ্র্যাঞ্চাইজির পরের সিনেমা ‘ডন ৩’।
সেখানে শাহরুখ খানের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন অভিনেতা রণবীর সিং। রণবীর সিংয়ের অন্তর্ভুক্তিতে অনেকে যেমন প্রশংসা করেছেন, আবার শাহরুখ-ভক্তরা বলিউড বাদশাহকে ছাড়া ‘ডন’ মেনে নিতে পারছেন না। তবে জানেন কি, ডন চরিত্রের জন্য প্রথম পছন্দ শাহরুখ ছিলেন না!