সাধারণভাবে ধারণা করা হয়, চুল ভেজা থাকা অবস্থায় কেউ শুয়ে পড়লে তাঁর নির্ঘাত ঠান্ডা লেগে যাবে। কারও কারও ক্ষেত্রে তেমনটা হয়েও থাকে। তবে ভেজা চুল নিয়ে সারা রাত ঘুমিয়ে পরদিন সকালে দিব্যি সুস্থ থাকেন, এমন মানুষের সংখ্যাও কম নয়। আসলেই কি ভেজা চুলের সঙ্গে সুস্থতার কোনো সম্পর্ক রয়েছে? জেনে নেওয়া যাক।
‘ঠান্ডা’ লেগে যাবে কি না
যাঁদের ঠান্ডায় অ্যালার্জি রয়েছে, তাঁরা ভেজা চুল নিয়ে ঘুমালে মাথাব্যথা, সর্দি বা হাঁচি-কাশির মতো সমস্যায় ভুগতে পারেন। দীর্ঘদিন ধরে যাঁরা সাইনোসাইটিসে ভুগছেন, তাঁদের ক্ষেত্রেও এমন সমস্যা হতে পারে। তাই এমন কোনো সমস্যা থাকলে ভেজা চুলে না ঘুমানোই ভালো। তবে এ ধরনের কোনো সমস্যা না থাকলে ভেজা চুলে ঘুমালেও ‘ঠান্ডা’লেগে যাওয়ার ঝুঁকি নেই।