গুগল হচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন। প্রযুক্তি-দুনিয়ায় এখানে এমন কোনো বিষয় নেই, যেটি জানতে ঢু দেন না ব্যবহারকারীরা। তবে গুগলের অ্যান্ড্রয়েড ভার্সনে অনেক সুবিধা আছে যেগুলো ওয়েবে নেই। এবার অ্যান্ড্রয়েডের জনপ্রিয় একটি ফিচার যুক্ত হচ্ছে গুগল ক্রোম ওয়েবে। অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য ‘সার্কেল টু সার্চ’ বা আনুষ্ঠানিকভাবে ‘ড্রাগ টু সার্চ’ নামে ফিচার শিগগির ডেস্কটপে ক্রোম ব্রাউজারে আসবে। ক্রোমবুকস ব্যবহারকারীরা গুগল লেন্স আইকনের পাশে নতুন বৈশিষ্ট্যটি দেখতে পাবেন।
গত কয়েক মাস ধরে এই ফিচার নিয়ে কাজ করছে গুগল। এখন সেটি ক্রোমওএস ১২৭ বিটা এবং ক্রোম বিটাতে কাজ করছে। এছাড়া এটি এখন বিটার ‘হোয়াটস নিউ ইন ক্রোম’ পেজে প্রদর্শিত হয়। ফলে বোঝা যাচ্ছে এটি অল্প সময়ের মধ্যে প্রতিটি ক্রোম ব্যবহারকারীর কাছে অ্যাক্সেসযোগ্য হবে।