টানা আন্দোলনের পর অবশেষে পদত্যাগ করেছেন ১৫ বছর বাংলাদেশের শাসনক্ষমতায় থাকা শেখ হাসিনা। সেই সঙ্গে পরিবর্তন ঘটেছে রাজনৈতিক এবং ক্রীড়াঙ্গনেও। দেশের বিভিন্ন অঞ্চলেই আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে। প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও।
সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই শেখ কামাল। দেশের অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনী তারই হাতে গড়া। গতকাল ক্ষমতা হস্তান্তরের পরেই আবাহনী ক্লাবে হামলা ও ভাঙচুর হয়েছে। ক্লাবের একাধিক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
আবাহনী দেশের অন্যতম সফল ক্লাব। আবাহনী ক্লাবে অনেক ট্রফি রয়েছে। গতকাল সোমবারের হামলায় ট্রফি ভাঙচুর হয়েছে। প্রশাসনিক কক্ষের আসবাবপত্র, কাগজপত্রের সব কিছুর ক্ষতি হয়েছে। ক্লাব সংশ্লিষ্ট একজন বলেন, ‘অফিসে একটি কাগজও নেই।’