যুক্তরাষ্ট্রে তৈরি এফ–১৬ যুদ্ধবিমান পেয়েছে ইউক্রেন। রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর পর দেশটি প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে তৈরি এফ–১৬ যুদ্ধবিমান পেল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ কথা জানিয়েছেন।
জেলেনস্কি বলেন, ‘এফ–১৬ এখন ইউক্রেনে। আমরা এটা পেয়েছি।’
ইউক্রেনের অজ্ঞাত একটি বিমানঘাঁটিতে দাঁড়িয়ে দেশটির প্রেসিডেন্ট এসব কথা বলেন। ওই সময় জেলেনস্কির পাশে দুটি এফ–১৬ যুদ্ধবিমান দেখা যায়।