বলের লোগো যখন কম রানের কারণ

প্রথম আলো প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৪, ১০:২১

ছোট সংস্করণের ক্রিকেট মানেই চার-ছক্কার প্রদর্শনী, বলের ওপর ব্যাটের দাপট। টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ কিংবা ১০০ বলের প্রতিযোগিতা ‘দ্য হানড্রেড’ দেখতে দর্শকরা মাঠে আসেন এ কারণেই। এবারের হানড্রেডে অবশ্য তা দেখা যাচ্ছে না। বল-ব্যাটের প্রতিযোগিতায় বলের দাপটই বরং বেশি। সুইং আর সিম মুভমেন্ট পেসারদের বাড়িয়ে দিচ্ছে সাহায্যের হাত। তাতে রান রেট কমছে, কমছে চার-ছক্কা।


খেলোয়াড়েরা এর একটা কারণ খুঁজে বের করেছেন। এক অভিজ্ঞ ক্রিকেটার টেলিগ্রাফকে জানান, হানড্রেডে যে কুকাবুরা বল ব্যবহার করা হয়, সে বলে হানড্রেডের লোগো থাকায় বল স্বাভাবিকের চেয়ে বেশি ভারী মনে হচ্ছে। যে কারণে সুইং ও সিম মুভমেন্টও বেশি হচ্ছে। এবারের হানড্রেডের প্রথম ১১ ম্যাচে ব্যাটসম্যানদের ওভারপ্রতি গড় রান রেট ৭.৯, গত বছর যা ছিল ৯.১।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us