রাজধানীর মিরপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ চলছে। বেলা সোয়া একটায় এ প্রতিবেদন লেখার সময় কিছুক্ষণ পর পর বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল।
বিক্ষোভকারীরা মিরপুর-১৪ নম্বরের দিকে অবস্থান নিয়েছেন। অন্যদিকে আওয়ামী লীগের অবস্থান মিরপুর ১৩ নম্বরের বিআরটিএ কার্যালয় এলাকায়।
এর আগে মিরপুর ১০ নম্বর সেকশন মোড়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা সমাবেশ করেছেন। সমাবেশ থেকে মিছিল নিয়ে মিরপুর ১৩ নম্বরের দিকে যান তাঁরা।