নির্বাহী আদেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এ আদেশের পর গণমাধ্যমে শুধু বিবৃতি দেওয়া ছাড়া আর কোনো প্রতিক্রিয়া দেখায়নি দলটি। জানা গেছে বিষয়টি নিয়ে মাঠের কোনো কর্মসূচিতে যাবে না দলটি। দলের সর্বস্তরের নেতাকর্মীদের ধৈর্যের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলার জন্য নির্দেশনা দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
জামায়াতের একাধিক নেতা মনে করেন নিষিদ্ধ ঘোষণা তাদের জন্য একটি ফাঁদ। তারা যদি প্রতিক্রিয়া দেখায় বা রাজপথে কর্মসূচি পালন করে তাহলে সরকার চলমান ছাত্রদের আন্দোলন থেকে দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিবে।