বন্দরনগরী চট্টগ্রামে বুধবার বিকেল থেকেই ভারী বৃষ্টি হচ্ছে। এতে তলিয়ে গেছে শহরের অনেক গুরুত্বপূর্ণ এলাকা ও রাস্তাঘাট। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
বৃহস্পতিবার (১ আগস্ট) পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আলী আকবর খান জাগো নিউজকে বলেন, চট্টগ্রামে আজ সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১১৪ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে আরও বৃষ্টি হতে পারে বলেও জানান তিনি।