বছরের পর বছর কিছু বিষয় আমাদের জীবনে স্বাভাবিকভাবে চলতে থাকে। ফলে বোঝা যায় না, সেগুলো থেকেও মানসিক সমস্যা তৈরি হতে পারে। এ জন্য এর কোনো প্রতিকার করাও সম্ভব হয় না। ফলে একসময় মানুষ ‘ভালো লাগে না’ রোগে ভুগতে শুরু করে। দিন দিন তা বেড়ে তাদের পারিবারিক ও সামাজিক জীবনকে ক্ষতিগ্রস্ত করে। আর এসব আপাত ‘স্বাভাবিক’ ব্যাপারের বেশির ভাগ ঘটে নারীদের সঙ্গে।
ঘর থেকে শুরু
নিশা পেশায় চিকিৎসক। বিসিএস ক্যাডার। ইচ্ছা আছে উচ্চ ডিগ্রি নেওয়ার। কিন্তু তাঁর শাশুড়ি সেসবে রাজি নন। রুমা একজন ব্যাংকার। তাঁর স্বামী তাঁকে চাকরি করতে দিতে চান না। আফরোজা পেশায় একজন নার্স। পরিবার তাঁকে রাতে দায়িত্ব পালন করতে দিতে চায় না। মিলি তাঁর দ্বিতীয় কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। পুত্রসন্তান না হলে স্বামী তাঁকে গ্রহণ করবেন না বলে জানিয়ে দিয়েছেন।