পরিবারের বাইরে লিওনেল মেসির সবচেয়ে বেশি সময় কাটে সম্ভবত ইয়াসিন চেয়ুকোর সঙ্গে। দেহরক্ষী বলে কথা! ২০২৩ সালের জুলাইয়ে মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর তাঁর সঙ্গে আছেন যুক্তরাষ্ট্রের এই পেশাদার নিরাপত্তাকর্মী। দেহরক্ষী হওয়ায় খুব কাছ থেকেই মেসির ভালো–মন্দ নানা সময়ের সাক্ষী ইয়াসিন। সে সবেরই অংশবিশেষ নিয়ে এবার কথা বলেছেন এক্স প্ল্যাটফর্মের দ্য ইউরোপিয়ানল্যাডের সঙ্গে।
নিজেকে মেসির পরিবারের একজন মনে করেন জানিয়ে ২০২৩ ব্যালন ডি’অরের একটি স্মৃতিচারণা করেছেন ইয়াসিন। সেখানে বলেছেন, আর্জেন্টাইন অধিনায়কের কিছু কথা তিনি কখনো ভুলবেন না।