কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা এবং ইন্টারনেট বন্ধের ধাক্কা লেগেছে ঢাকা-কলকাতার অভিনয় শিল্পীদের নিয়ে বাংলাদেশের নির্মাতা রাশেদ রাহার বানানো ‘কলকাতা ডায়েরিজ’ ওয়েব ফিল্মে।
রাহা গ্লিটজকে বলছেন, ‘কলকাতা ডায়েরিজ’ নির্মাণের খবরে যেমন শোরগোল উঠেছিল, মুক্তির পর তেমন সাড়া মিলছে না।
সময়, বন্ধুত্ব ও ভালোবাসার গল্পের এই ওয়েব ফিল্ম মুক্তি দেওয়া হয় গত ১৮ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে। ওইদিনই শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের কোটা সংস্কার আন্দোলন নিয়ে সহিংসতা ব্যাপক মাত্রা পায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ার পাশাপাশি জারি করা হয় কারফিউ।