২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বিপর্যয়ের পর সমালোচনার মুখে পদত্যাগ করেছিলেন বাবর আজম। এরপর টি-টোয়েন্টিতে অধিনায়কত্বের দায়িত্ব দেয়া হয়েছিলো শাহিন শাহ আফ্রিদিকে। কিন্তু এক সিরিজ পরই আবার আফ্রিদিকে সরিয়ে নেতৃত্বে নিয়ে আসা হয় বাবর আজমকে।
গত বিশ্বকাপে বাবর আজমের নেতৃত্বেই অংশ নেয় পাকিস্তান। শাহিনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে আনার পরই সমালোচনা তুঙ্গে ওঠে। দলটির মধ্যে ফাটল ধররার গুঞ্জনও শোনা যায়। যার প্রভাব পড়েছিলো বিশ্বকাপে।