ভারতের লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী আজ সোমবার বাজেট ভাষণে বলেছেন, দেশে এক চক্রব্যুহ তৈরি হয়েছে, যার মধ্যে পিষে মরছে দেশবাসী। তিন শক্তি মিলে সেই চক্রব্যুহ রচিত। একচেটিয়া পুঁজিপতি, যেখানে রয়েছেন হাতে গোনা কিছু মানুষ, যাঁরা দেশের সিংহভাগ সম্পদ নিয়ন্ত্রণ করছেন। রয়েছে ইডি, সিবিআই, আয়করের মতো দেশের গুরুত্বপূর্ণ কিছু প্রতিষ্ঠান। আর তৃতীয় শক্তি হলো দেশের রাজনীতির নেতৃত্ব।
রাহুল গান্ধী বলেন, এবারের বাজেট সেই চক্রব্যুহর ফাঁস থেকে সাধারণ মানুষকে রক্ষা করবে ভাবা হয়েছিল। কৃষক, যুব সম্প্রদায়, শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ীরা স্বস্তির শ্বাস নিতে পারবে বলে মনে করা হয়েছিল। অথচ দেখা গেল, বাজেটে চক্রব্যুহর ফাঁস আরও মজবুত হয়েছে। একচেটিয়া কারবারিদের হাত আরও শক্ত হয়েছে। শিল্পপতি, রাজনীতিক ও প্রাতিষ্ঠানিক একচেটিয়া আরও শক্তিশালী হয়েছে।