নিজেদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চ্যাটবট চ্যাটজিপিটিতে সার্চজিপিটি নামের নতুন এআই সার্চ সুবিধা যুক্ত করছে ওপেনএআই। যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা পরিচালিত। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা নতুন সার্চ ফিচার প্রোটোটাইপ পরীক্ষা করছে। এটি তাদের এআই মডেলগুলোর সাহায্যে ইন্টারনেট থেকে পাওয়া তথ্য একত্রিত করে দ্রুত ও প্রাসঙ্গিক উত্তর দিতে পারবে।
এই মুহূর্তে নতুন সার্চ ইঞ্জিনটি নিয়ে ওপেনএআই’র বড় পরিকল্পনা রয়েছে। তাদের লক্ষ্য, চ্যাটজিপিটি’তে সরাসরি সার্চের ক্ষমতা যুক্ত করা। ওপেনএআই জানায়, যদিও এই প্রোটোটাইপটি সাময়িক, আমরা ভবিষ্যতে এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে সেরাটি সরাসরি চ্যাটজিপিটি’তে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।