যুক্তরাষ্ট্রের বাজারে প্রতিযোগিতা নিশ্চিত করে যে সরকারি সংস্থা, সেই ফেডারেল ট্রেড কমিশনের প্রধান লীনা খানকে সরিয়ে দিতে দেনদরবার করছেন বড় বড় অনেক মার্কিন ব্যবসায়ী। তাঁদের সঙ্গে সর্বশেষ যোগ দিয়েছেন ডেমোক্রেটিক পার্টির চাঁদাদাতা দুই শতকোটিপতি—ব্যারি ডিলার ও রিড হফম্যান। তাঁরা আশা করছেন, কমলা হ্যারিস প্রেসিডেন্ট নির্বাচিত হলে লীনা খানকে আর পদে রাখবেন না।
রয়টার্স জানিয়েছে, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের বাজার প্রতিযোগিতা নীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে লীনা খানকে বিবেচনা করা হয়। কিন্তু বাইডেনের এই পছন্দকে সরাসরি প্রত্যাখ্যান করছেন ডিলার ও হফম্যান। তাঁদের মধ্যে ব্যারি ডিলার ভ্রমণবিষয়ক সাইট এক্সপেডিয়ার চেয়ারম্যান। আর লিঙ্কডইনের সহপ্রতিষ্ঠা হলেন রিড হফম্যান।