৫ বছর আগে, ২০১৯ সালের ১০ জুন তীরন্দাজিতে বিশ্ব রেকর্ড গড়েছিলেন দক্ষিণ কোরিয়ান তীরন্দাজ কাং চায়েইয়ং। নারীদের তীরন্দাজিতে সেই রেকর্ড আর টিকলো না। ৫ বছর পর চায়েইয়ংয়ের রেকর্ড ভেঙে দিলেন তারই দেশের লিম সিহিয়ন। তার চেয়ে ২ স্কোর বেশি পেলেন সিহিয়ন। অলিম্পিকের উদ্বোধনের আগেই নতুন রেকর্ড তৈরি করলেন দক্ষিণ কোরিয়ার এই তীরন্দাজ।
উদ্বোধনের আগে যে ক’টি ডিসিপ্লিনের খেলা শুরু হয়, তার মধ্যে ছিল তীরন্দাজী (আরচারি)। বৃহস্পতিবার ছিল তীরন্দাজির র্যাংকিং রাউন্ড। সেখানেই ২১ বছরের লিম সিহিয়ন ৬৯৪ স্কোর করলেন। তাতেই গড়ে ফেললেন বিশ্ব রেকর্ড। চায়েইয়ংয়ের স্কোর ছিল ৬৯২।