ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউটে শুক্রবার মঞ্চ কাঁপানোর কথা ছিল ওপার বাংলার শিল্পী নচিকেতা চক্রবর্তীর। কিন্তু কোটা আন্দোলন ঘিরে সহিংস পরিস্থিতিতে দেশে স্থবিরতা তৈরি হওয়ায় কনসার্টটি বাতিল করেছে আয়োজক প্রতিষ্ঠান আজব কারখানা। ফলে এবারের মতো ঢাকায় আসার সুযোগ হারালেন জীবনমুখী গানের এই শিল্পী।
এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নচিকেতাকে এই মুহূর্তে বাংলাদেশ ভ্রমণের ব্যাপারেও আপত্তি জানিয়েছিলেন। এরপরও বাংলাদেশে এসে গান করার তীব্র ইচ্ছা প্রকাশ করেছিলেন নচিকেতা; ২৬ জুলাই ঢাকায় গান গাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত ছিলেন তিনি।