২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের স্বীকৃতি পেয়েছে সিঙ্গাপুর। এ দেশের নাগরিকেরা বিনা ভিসায় বিশ্বের ১৯৫টি দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারেন। ২৩ জুলাই প্রকাশিত পাসপোর্ট ইনডেক্সে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক নাগরিকত্ব–সংক্রান্ত পরামর্শক প্রতিষ্ঠান দ্য হেনলি অ্যান্ড পার্টনার্স।
বিশ্বে ভিসামুক্ত চলাচল স্বাধীনতার ওপর গবেষণা করে এ সূচক প্রকাশ করে হেনলি অ্যান্ড পার্টনার্স। মোট ১০৩টি অবস্থানের এই তালিকায় স্থান পেয়েছে ১৯৯টি দেশ ও অঞ্চল। এ তালিকায় দুর্বলতম দেশ আফগানিস্তান। সূচকে বাংলাদেশের অবস্থানও তলানির দিক থেকে ৭ নম্বরে, অর্থাৎ ৯৭তম। এই তালিকায় বাংলাদেশের সঙ্গে যৌথভাবে অবস্থান করছে ফিলিস্তিন। এই দেশ দুটির পাসপোর্টধারী নাগরিকেরা ৪০টি দেশে ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন।