সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতাকে কেন্দ্র করে পাকিস্তান ক্রিকেটে তোলপাড়। বিশ্বকাপের পর নির্বাচক প্যানেলের দুই সদস্যকে বরখাস্ত করেছে পিসিবি। বাদ দেওয়া হতে পারে বেশ কয়েকজন ক্রিকেটারকেও। সেই সঙ্গে অধিনায়ক বাবর আজমকেও সরিয়ে দেওয়া হতে পারে। এরইমধ্যে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার জন্য দলের সিনিয়র ক্রিকেটার বাবর আজম, শাহীন আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান ও নাসিম শাহকে এনওসি দেয়নি পিসিবি। এসব ইস্যুতেই এবার কথা বলেছেন সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার শোয়েব মালিক।
বিশ্বকাপ ব্যর্থতার পর দলে বড় সার্জারির কথা বলেছিলেন বোর্ড প্রধান মহসিন নকভি। তার সেই ভক্তব্যে কিছুটা ভিন্ন মত আছে শোয়েবের। তার মতে, যাকেই সুযোগ দেওয়া হোক না কেন তাকে যেন লম্বা সময়ের জন্য সময় দেওয়া হয়।