সংঘর্ষের শেষে চার দিন পর গাজীপুরে খুলল শিল্পকারখানা

প্রথম আলো প্রকাশিত: ২৪ জুলাই ২০২৪, ১৫:৫৫

চার দিন বন্ধ থাকার পর আজ বুধবার সকাল থেকে গাজীপুরে শিল্পকারখানা খুলেছে। তবে কারখানাগুলোতে স্বাভাবিক সময়ের চেয়ে শ্রমিকের উপস্থিতি কিছুটা কম বলে জানা গেছে। কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলন ঘিরে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে গাজীপুরের বিভিন্ন স্থাপনা।


তবে সংঘাতময় পরিস্থিতি গত দুই দিন অনেকটা স্বাভাবিক হলেও জনমনে এখনো আতঙ্ক কাটেনি। এখনো স্বাভাবিক হয়নি যান চলাচল।


আজ সকাল থেকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ীসহ বিভিন্ন এলাকায় পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদের যৌথভাবে টহল দিতে দেখা গেছে।

সকাল থেকে গাজীপুরের দুই মহাসড়ক ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ঘুরে দেখা যায়, সেখানে নেই চিরচেনা চিত্র। দূরপাল্লার যানবাহন চলাচল না করলেও স্বল্প পরিসরে স্বল্প দূরত্বের পরিবহনগুলো চলাচল করছে। লোকজন এখনো স্বাভাবিক সময়ের চেয়ে কম বাইরে যাচ্ছেন। জরুরি প্রয়োজনে যাঁরা বের হচ্ছেন, তাঁরা অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশায় করে যাচ্ছেন। মহাসড়কের বিভিন্ন এলাকায় পুলিশের টহল আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us