মেয়েদের এশিয়া কাপে সেমিফাইনালে ওঠার বড় সুযোগ বাংলাদেশের মেয়েদের সামনে। ডাম্বুলায় আজ মালয়েশিয়ার বিপক্ষে জিতলে শেষ চারের লড়াইয়ে অনেকটাই এগিয়ে যাবে বাংলাদেশ। কারণ, বি গ্রুপে পরের ম্যাচে থাইল্যান্ডের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এই শক্তিশালী শ্রীলঙ্কা এখন পর্যন্ত জিতেছে তাদের খেলা দুই ম্যাচেই। এদের মধ্যে গত পরশু মালয়েশিয়াকে ১৪৪ রানের বিশাল ব্যবধানেও হারিয়েছে তারা। অন্যদিকে থাইল্যান্ড সর্বশেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হেরেছে ৭ উইকেটে।
সেদিক বিবেচনায় আজ নিজেদের কাজটা অর্থাৎ জয়টা পেলেই সেমিফাইনালে খেলার ভালো সম্ভাবনা থাকবে বাংলাদেশের। তবে থাইল্যান্ড শ্রীলঙ্কাকে হারিয়ে দিলে কপাল পুড়তে পারে বাংলাদেশের। কারণ, দুই জয় আর ভালো রান রেটে (৪.২৪৩) শ্রীলঙ্কার সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত। আর রান রেটে বাংলাদেশের (-০.০২৪) চেয়ে এগিয়ে আছে থাইল্যান্ড (০.০৯৮)। তাই দিন দল সমান দুটি জয় পেলেও রান রেটের সমীকরণে বাংলাদেশ বাদ পড়তে পারে।