নাইটিঙ্গেল মোড়ে আন্দোলনকারীদের ওপর হামলা, দুজন গুলিবিদ্ধ

প্রথম আলো প্রকাশিত: ১৮ জুলাই ২০২৪, ১৭:২৫

রাজধানীর নাইটিঙ্গেল মোড়ে আন্দোলনকারীদের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন।


আন্দোলনকারীদের অভিযোগ, বিকেল সাড়ে ৪টার দিকে ক্ষমতাসীন দলের নেতা–কর্মীরা তাদের ওপর হামলা চালায়। হামলাকারীদের সঙ্গে আইন–শৃঙ্খলাবাহিনীর সদস্যরাও ছিলেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, শান্তিনগর মোড় থেকে পূর্বদিকে রাজারবাগ পুলিশ লাইনের পাশ থেকে ছাত্রলীগ ও যুবলীগের নেতা–কর্মীরা আন্দোলনকারীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছেন। এ সময় ক্ষমতাসীন দলের কয়েকজনের হাতে পিস্তল দেখা গেছে। এ ঘটনার পর ওই এলাকায় ধাওয়া–পাল্টা ধাওয়া চলছে।


এর আগে শান্তিনগর মোড় অবরোধ করে ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। আজ বৃহস্পতিবার বেলা একটা থেকে শান্তিনগর মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন তাঁরা। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে নাইটিঙ্গেল মোড়ে ক্ষমতাসীন দলের হামলার মুখে পড়েন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

আন্দোলনে চোখে আঘাত: ‘বিশেষায়িত চিকিৎসা’ হবে চক্ষুবিজ্ঞানে

বিডি নিউজ ২৪ | জাতীয় চক্ষুবিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতাল
১ দিন, ৪ ঘণ্টা আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us