শিক্ষার্থীদের হল ছাড়তে বাধ্য করল চবি প্রশাসন

আজকের পত্রিকা প্রকাশিত: ১৮ জুলাই ২০২৪, ১৬:২৯

শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশে চলছে ‘কমপ্লিট শাটডাউন’। এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের হল থেকে বের করে দিয়েছে কর্তৃপক্ষ। এ অবস্থায় শিক্ষার্থীরা কীভাবে বাড়িতে পৌঁছাবেন তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। 


আজ বৃহস্পতিবার প্রভোস্টদের নেতৃত্বে দুপরের মধ্যেই শিক্ষার্থীদের হল থেকে বের করে কক্ষ সিলগালা করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 


এর আগে গতকাল দুপুরে হওয়া সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী মেয়ে শিক্ষার্থীদের গতকাল সন্ধ্যা ৬টার মধ্যে এবং ছেলেদের রাত ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয় প্রশাসন। এরপরই প্রতিবাদ জানাতে হলের সামনে জড়ো হয় মেয়ে শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা হলে থাকবেন মর্মে উপাচার্য বরাবর দরখাস্ত দিলে বিষয়টি আমলে নিয়ে আজ সকাল ১০টা পর্যন্ত সময় বাড়ানো হয়। এরপর শাটডাউনের মধ্যেই হল ছাড়তে বাধ্য করে প্রশাসন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us