চট্টগ্রাম নগরের বহদ্দারহাটে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলায় অন্তত দুজন গুলিবিদ্ধ এবং অনেকে আহত হয়েছেন। গুলিবিদ্ধ দুজনের মধ্যে একজন শিক্ষার্থী এবং অন্যজন শ্রমিক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বহদ্দারহাট মোড়ে অবস্থানরত শিক্ষার্থীদের ওপর হামলা হয় দুদিক থেকে। ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের একটি অংশ চান্দগাঁও আবাসিক এলাকা হয়ে, অপরটি বহদ্দারহাট বাড়ি এলাকা থেকে বের হয়ে দফায় দফায় শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এসময় বেশ কয়েকবার গুলির শব্দ পাওয়া গেছে।