কোটা আন্দোলনকারীদের পাশে শাকিব-চঞ্চল

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৭ জুলাই ২০২৪, ১৬:০৭

কোটা সংস্কার আন্দোলনে উত্তাল সারাদেশ। ঢাকাসহ সারাদেশের বিভিন্ন জেলায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত সোমবার থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ ও ক্ষমতাসীন দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটেছে। এতে আহত-জখম হয়েছে অনেকে; মঙ্গলবার রাত পর্যন্ত কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যার ছবি-ভিডিও মুহূর্তের মধ্যেই ঝড় তোলে ইন্টারনেট দুনিয়ায়। এতে নিন্দা জানাচ্ছেন সাধারণ মানুষ।


সামাজিক মাধ্যমে শিক্ষার্থীদের শরীর থেকে রক্ত ঝরতে দেখে অন্য সবার মতই বিষাদের দাগ লাগে তারকাদের মনেও। তাই তো সহিংসতার পথ পরিহারের আহ্বান জানাচ্ছেন শিল্পীরা। বিশেষ করে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার তারা।


ইতোমধ্যে কোটা সংস্কার চেয়ে আন্দোলনরতদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন করেছেন বিভিন্ন চলচ্চিত্রশিল্পী, অভিনেতা-অভিনেত্রীসহ ইউটিউবার ইনফ্লুয়েন্সারসহ সংগীত শিল্পীরাও। এবার তাদের মধ্যে মুখ খুললেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান ও অভিনেতা চঞ্চল চৌধুরী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us