নিজেদের ২৫ বছরের ইতিহাসে সবচেয়ে বড় অধিগ্রহণ করার জন্য আলোচনা করছে গুগল।
প্রতিষ্ঠার চার বছরের মাথায় সাইবার নিরাপত্তা কোম্পানি ‘উইজ’কে ২ হাজার ৩০০ কোটি ডলারে কিনে নিতে পারে মার্কিন এই প্রযুক্তি জায়ান্ট – এমনই উঠে এসেছে ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে।
সম্ভাব্য এ চুক্তিটি এ যাবত গুগলের সবচেয়ে বড় অধিগ্রহণেরও প্রায় দ্বিগুণ বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট। এর আগে ২০১২ সালে ‘মটোরোলা মবিলিটি’কে এক হাজার দুইশ পঞ্চাশ কোটি ডলারে কিনেছিল গুগল।