নাটোরের সিংড়া উপজেলার তাজপুর ইউনিয়ন পরিষদ ভবন ৮০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হলেও অযত্ন ও অবহেলায় এখন পরিত্যক্ত হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে।
২০০৭ সালে তৎকালীন জেলা প্রশাসক ভবনটি উদ্বোধন করেন। তখন তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন মো. সাহাদত হোসেন। উদ্বোধনের পর অল্প কিছুদিন সেখানে কালেভদ্রে প্রশাসনিক কার্যক্রম চলে। এরপর দীর্ঘদিন ধরে ভবনটি অবহেলায় পড়ে রয়েছে।
এখন ইউনিয়ন পরিষদ ভবনটি মশা-মাছির আবাসস্থল। পরিষদ চত্বরে গবাদিপশুকে ঘাস খাওয়ায় এলাকাবাসী। ভবনের অধিকাংশ স্থানে ভাঙন দেখা দিয়েছে। পুরো ভবনেই ফাটলের দাগ; দীর্ঘদিন ব্যবহার না করায় নষ্ট হচ্ছে আসবাবপত্র।