প্যারেন্টাল কন্ট্রোল এমন ফিচার, যার মাধ্যমে অভিভাবকরা সন্তানদের ডিভাইস ব্যবহার এবং অনলাইন অ্যাক্টিভিটি পর্যবেক্ষণ করতে পারেন। ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, ইউটিউবসহ বেশকিছু সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে এ সুবিধা রয়েছে। সন্তান কোন ধরনের কনটেন্ট ডাউনলোড ও ব্যবহার করতে পারবে তা এখানে নির্দিষ্ট করে দিতে পারবেন বাবা-মা।
চলতি বছরের শুরুতে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, ইনস্টাগ্রামে ১০ শতাংশেরও কম কিশোর-কিশোরী ২০২২ সালের শেষ নাগাদ প্যারেন্টাল কন্ট্রোল সেটিংসটি চালু করেছিল এবং ১০ শতাংশেরও কম অভিভাবক এ ফিচার ব্যবহার করেছেন। কিশোর-কিশোরীরা সোশ্যাল মিডিয়ায় কার সঙ্গে যোগাযোগ করছে তা অভিভাবকদের নিরীক্ষণ করার অনুমতি দেয় এ ফিচার। অ্যাপ থেকে কীভাবে প্যারেন্টাল কন্ট্রোল সেট করা যায় তা জানিয়েছে টেকক্রাঞ্চ।