টেনিসের ‘বড় তিন’-এর শেষ প্রতিনিধি নোভাক জোকোভিচ। রজার ফেদেরার অবসরে, অবসর না নিয়েও কোর্টের বাইরে রাফায়েল নাদাল। এই দুজনের সঙ্গে জোকোভিচ মিলে বিশ্ব টেনিসে যে ‘বড় তিনে’র বলয়; তার আধিপত্য এখনো বহমান।
মাঝে পালাবদলের বুদবুদও উঠেছে। ইয়ানিক সিনার, দানিল মেদভেদেভ, ক্যাসপার রুড, ডমিনিক থিমরা বড় তিনের বলয় ভেঙেই গ্র্যান্ড স্লাম জিতেছেন। কিন্তু পেশাদার সার্কিটে কারও পারফরম্যান্সই তেমন ধারাবাহিক নয়। যেমনটা ধারাবাহিক কার্লোস আলকারাস। মাত্র ১৯ বছর বয়সে টেনিসের সর্বকনিষ্ঠ ‘নাম্বার ওয়ান’ হওয়া আলকারাসের এখন তিন-তিনটি গ্র্যান্ড স্লাম শিরোপা। আর তাঁর পারফরম্যান্স, ধারাবাহিকতা এমনই যে বড় তিনের শেষ প্রতিনিধি জোকোভিচের চ্যালেঞ্জার ভাবা হচ্ছে তাঁকেই। গত উইম্বলডনের কাব্যিক এক ফাইনালে সার্বিয়ান তারকাকে হারিয়ে সত্যিকারের ‘চ্যালেঞ্জার’ হয়ে উঠেছেন আলকারাস। বিশ্ব টেনিসে পালাবদলের ব্যাটনটার পুরোপুরি দখল নেওয়ার জন্য আজকের ফাইনালে জয় চাই আলকারাসের। ভেন্যু সেই অল ইংল্যান্ড ক্লাব। প্রতিপক্ষ সেই জোকোভিচ।