ইউটিউবে গানের গ্লোবাল তালিকায় উঠেছে ‘তুফান’ সিনেমার আলোচিত গান ‘লাগে উরাধুরা’। সপ্তাহিক (২৮ জুন থেকে ৪ জুলাই) তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে গানটি।
মার্কিন গায়িকা সাবরিনা কার্পেন্টারের দুই আলোচিত গান ‘একপ্রেসো’, ও ‘প্লিজ প্লিজ প্লিজ’কে ছাড়িয়ে গেছে ঢাকার গানটি। এ দুই গান রয়েছে যথাক্রমে পঞ্চম ও সপ্তম অবস্থানে।