এবারের ইউরো শুরুর আগে ওয়েইন রুনির সঙ্গে আড্ডা দিচ্ছিলেন গ্যারি নেভিল। রুনি তখন বলেন, তার চোখে হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা ফুটবলার। সেই গল্প শুনিয়ে নেভিল বললেন, রুনির সঙ্গে তার দ্বিমত নেই। এবারের ইউরোতে অবশ্য সেরা ছন্দে নেই কেইন। তবু ফাইনালের একাদশে তার কোনো বিকল্প দেখেন না নেভিল।
ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটি কেইনেরই। সেখানে তিনি ছাড়িয়ে গেছেন রুনিকে। তবে সর্বোচ্চ গোল স্কোরার মানেই তো আর সেরা ফুটবলার নন। ইংল্যান্ডের হয়ে যুগে যুগে মাঠ মাতিয়েছেন ববি চার্লটন, ববি মুর, গর্ডন ব্যাঙ্কস, জিমি গ্রিভস, গ্যারি লিনেকার থেকে শুরু করে আরও কত কত ফুটবলার।
এমনিতে ইংল্যান্ডের সর্বকালের সেরার আলোচনায় চার্লটন ও মুরের নামই বেশি আসে বিশেষজ্ঞদের আলোচনায়। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের দুই কিংবদন্তি নেভিল ও রুনি মতামত ভিন্ন। ইউরোর ফাইনালের আগে স্কাই স্পোর্টসকে সেটিই জানালেন নেভিল।