কোটা আন্দোলন ও মুক্তিযোদ্ধার মর্যাদা

যুগান্তর মো. আনছার আলী খান প্রকাশিত: ১২ জুলাই ২০২৪, ১৩:০২

কোটা সংস্কার আন্দোলনে বুধবার ছিল সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’। নতুন প্রজন্মের আন্দোলনে বৈচিত্র্য আছে বৈকি। হরতাল, ধর্মঘট এসব পুরোনো ধ্যান-ধারণার আন্দোলন সাধারণ মানুষকে আর টানে বলে মনে হয় না। তাই এসব আন্দোলনের ঘোষণায়ও রাস্তার ট্রাফিক জ্যাম থেমে থাকতে দেখা যায় না ইদানীংকালে।


তবে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে বহু কষ্টে কেনা গাড়িটি রাস্তায় বের করার সাহস হয়নি। আমার মতো অনেককেই যে সিএনজি নিয়ে রাস্তায় বেরোতে হয়েছে, তা বুঝতে খুব একটা কষ্ট হয়নি। রাস্তায় পিকেটিং না থাকায় অতি গুরুত্বপূর্ণ সড়ক দিয়েই খুব সহজেই গন্তব্যে পৌঁছানো সম্ভব হয়েছে।


এভাবে সারাটা দিন পার হলে ‘বাংলা ব্লকেড’ও অন্যান্য হরতাল, ধর্মঘটের মতো গুরুত্বহীন কর্মসূচিতে পরিণত হবে। দাবি আদায়ের সব কর্মসূচি একে একে নির্জীব হয়ে পড়ার বিষয়টি সচেতন মহল অবশ্যই কামনা করে না। তাতে শাসকগোষ্ঠী অবচেতন মনেই চরম কর্তৃত্ববাদী হয়ে উঠবে, যা দেশ ও জনগণের জন্য কোনো শুভ বার্তা নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us