প্রযুক্তির ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনকে করেছে তুলেছে আরও সহজ। তবে বর্তমান বিশ্বে ইলেকট্রনিক বিভিন্ন গ্যাজেটের ব্যবহার মানুষের স্বাস্থ্যের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এমনকি মাত্রাতিরিক্ত ইলেকট্রনিক গ্যাজেটের ব্যবহার গুরুতর রোগেরও ঝুঁকি বাড়াচ্ছে বলে জানাচ্ছে বিভিন্ন গবেষণা।
ইলেকট্রনিক গ্যাজেট যখনই ব্যবহার করা হয়, তার থেকে ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড বা ইএমএফ নির্গত হয়, যা ক্ষতিকারক। ফলে অতিরিক্ত ইলেকট্রনিক গ্যাজেটের ব্যবহারে ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড অত্যধিক পরিমাণে নির্গত হয়। যা স্বাস্থ্যের জন্য হতে পারে বিপজ্জনক।