ভ্যাপসা গরমে কেটেছে প্রায় গোটা জুন মাস। এসময় দেশজুড়ে বিদ্যুতের চাহিদাও ছিল বেশি। ঢাকার বাইরে পাল্লা দিয়ে বেড়েছিল লোডশেডিং। বর্ষা শুরু হওয়ায় এখন বিদ্যুতের চাহিদা তুলনামূলক কম। তবে লোডশেডিং কমেনি।
বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাসসহ প্রয়োজনীয় জ্বালানি সংকট রয়েছে। রক্ষণাবেক্ষণের জন্যও বন্ধ রয়েছে কিছু বিদ্যুৎকেন্দ্র। ফলে চাহিদা অনুপাতে বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।