দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশ নিয়েছিল বিভিন্ন দল ও জোট। নির্বাচন বর্জন করে সরকার পতনের লক্ষ্যে এসব দল ও জোটের যুগপৎ আন্দোলন কার্যত ব্যর্থ হয়। কারণ, আন্দোলনের মুখেও আওয়ামী লীগ সরকার নির্বাচন করতে পেরেছে। এখন সরকারবিরোধীদের যুগপৎ আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে সংশয় দেখা দিয়েছে।
গত ৭ জানুয়ারি নির্বাচন হওয়ার পর ছয় মাস পেরোলেও সরকারবিরোধীরা যুগপৎ কোনো কর্মসূচি দেয়নি। দ্রুততম সময়ের মধ্যে যুগপৎ আন্দোলনের কর্মসূচির কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না।
এমন পরিস্থিতিতে যুগপৎ আন্দোলনের শরিক জোট গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা মাহমুদুর রহমান মান্না বলেন, ‘এখন যুগপৎ আন্দোলন নেই।’ তাঁর এমন বক্তব্যের পরে যুগপৎ আন্দোলনের ভবিষ্যৎ কী হবে, সে প্রশ্ন আবার সামনে এসেছে।