বর্ষার মৌসুমে জ্বর, সর্দি-কাশি সাধারণ ঘটনা। শিশুদের এই সমস্যাটা একটু বেশি হয়। চিকিৎসকের কাছে গেলে বা না গেলেও ২-৩ দিনে কমে যায়। কিন্তু যদি এর মধ্যে না কমে তবে বিপদের আশঙ্কা থাকে। কারণ বর্ষাকালেই বাড়ে ডেঙ্গু-চিকুনগুনিয়ার মতো রোগ। এখানে সাধারণ জ্বর ও ডেঙ্গু জ্বরের মধ্যে বেশকিছু পার্থক্য আছে। জেনে নেওয়া যাক সাধারণ জ্বর ও ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো...
সাধারণ ঠান্ডা জ্বর
১. বর্ষাকালে ঠান্ডা লেগে যে জ্বর হয় তাতে চোখ জ্বালা করে। হাতে পায়ে হালকা ব্যথা হয়।
২. বিশেষজ্ঞদের মতে, বর্ষাকালে যে জ্বর হয় তা কিন্তু অন্তত এক থেকে দু’দিন থাকে।
৩. মাথা হালকা ভার ভার লাগতে পারে। বেশিরভাগই ঘুমালে অনেকটা কমে যায়।
ডেঙ্গু জ্বরের লক্ষণ
১. ডেঙ্গু জ্বর হলে হাত, পায়ের তীব্র যন্ত্রণা অনুভব হবে। সেইসঙ্গে সারা গায়ে ফুসকুড়ি হবে।
২. অনেক সময় ডেঙ্গুতে আক্রান্ত হলে অনেকেরই শরীরে কোনও রকম উপসর্গ থাকে না। শুধুই তাদের শরীর দুর্বল হতে থাকে।
৩. ডেঙ্গুর জ্বর হলে পেটে তীব্র ব্যথা হয়, বমি লাগে, নাক দিয়ে অনেকের রক্ত পড়ে। এমনকি মল দিয়ে রক্ত আসে।