সাড়ে ৩০০ বছর আগে ঘরের তালা কেমন ছিল? এক কালে পাগলা ঘণ্টি না, বিপজ্জনক যে সংকেত ধ্বনি বাজানো হত, সেটি দেখতে কেমন? প্রথম যে টেলিভিশনগুলো বাজারে ছাড়া হয়, সেগুলোই বা কেমন ছিল?
এই যুগের মানুষদের ইতিহাসের কোলে ফিরিয়ে নিয়ে তা দেখাচ্ছেন কুমিল্লার স্কুলশিক্ষক নাজমুল আবেদীন। তিনি পেশায় একজন স্কুল শিক্ষক হলেও নেশায় একজন সংগ্রাহক।
৩৮ বছর ধরে দেশ-বিদেশের নানা এলাকা থেকে সংগ্রহ করেছেন দুর্লভ, দুষ্প্রাপ্য ও বিলুপ্ত পাঁচ শতাধিক জিনিস। সেগুলো নিজের বাক্সে ভরে না রেখে সাধারণ মানুষকে দেখার সুযোগ করে দিয়েছেন তিনি।