যমুনা নদীর পানি বেড়ে বন্যার কারণে বগুড়ার তিন উপজেলার ৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে পানি প্রবেশ করেছে।
এর মধ্যে ৪৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাতটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসা রয়েছে।
বগুড়া জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হযরত আলী বলেন, সোনাতলা ও সারিয়াকান্দী উপজেলায় একটি মাদ্রাসাসহ মোট আটটি মাধ্যমিক বিদ্যালয়ে বন্যার পানি প্রবেশ করায় সেগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।