যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে ভ্রমণের মৌসুম। এ সময় দেশটির বিভিন্ন বিমানবন্দর দিয়ে রেকর্ডসংখ্যক মানুষ চলাচল করবে। এ খবরে অনেকে হয়তো মনে করবেন, এখন বিমান সংস্থাগুলোর রমরমা ব্যবসা হবে। কিন্তু বাস্তবতা তেমন নয়।
সিএনএনের সংবাদে বলা হয়েছে, বিমান সংস্থাগুলো এখন নানাবিধ চ্যালেঞ্জের মুখে আছে, যেমন জ্বালানি তেল, শ্রমিকের মজুরি ও সুদহার বৃদ্ধি। সেই সঙ্গে বোয়িংয়ের বিভিন্ন মডেলের বিমানে ত্রুটি থাকায় বিমান সংস্থাগুলোর পক্ষে সব পথে বিমান চালানো সম্ভব হচ্ছে না। এ বাস্তবতায় বিমানের টিকিট আগাম বিক্রিতে চাপ থাকলেও তা দিয়ে বিমান সংস্থাগুলোর ক্ষতি পুষিয়ে নেওয়া যাচ্ছে না।