দেশীদশের সব কটি ব্র্যান্ডই বর্ষা উপযোগী পোশাকের বিশাল সংগ্রহ এনেছে বাজারে। সঙ্গে বাড়তি পাওনা হিসেবে থাকছে নির্দিষ্ট পণ্যে ৫০ শতাংশ ছাড়। ১০টি ফ্যাশন ব্র্যান্ডের মধ্যে নিপুণ, কে ক্র্যাফট, অঞ্জন’স, রঙ বাংলাদেশ, বাংলার মেলা, সাদাকালো, বিবিয়ানা, দেশাল, নগরদোলা ও সৃষ্টিতে এই ছাড় চলবে ২০ জুলাই পর্যন্ত। এই মূল্যছাড়ে কেনা যাবে শাড়ি, পাঞ্জাবি, স্টিচ ড্রেস, আনস্টিচ ড্রেস, শার্ট, টি-শার্ট, টপ, কামিজসহ অন্যান্য সামগ্রী। বর্ষার বিশেষ ছাড় পাওয়া যাবে ঢাকার বসুন্ধরা সিটির লেভেল চারে, সিলেটের কুমারপাড়া আর চট্টগ্রামের আফমি প্লাজার লেভেল ৫–এ অবস্থিত দেশীদশের শাখাগুলোতে।
পাশাপাশি অনলাইনেও প্রদর্শিত হচ্ছে মূল্যছাড়ের সামগ্রীগুলো। দেশীদশের ফেসবুক পেজ www.facebook.com/deshidosh2009 থেকেও কেনাকাটা করতে পারবেন।