রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপ নিয়ে জনমনে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে। বাংলাদেশের প্রায় ১০০ প্রজাতির সাপের মধ্যে মাত্র ১২টি বিষধর। রাসেলস ভাইপার বিষধর, তবে সবচেয়ে বিষধর নয়। একটি ধারণা তৈরি হয়েছে, এটি মানুষকে দেখলেই আক্রমণ করে। এটি নিতান্তই ভুল ধারণা।
এটি সাধারণত ঝোপঝাড়, বড় তৃণবন কিংবা ধান, গমখেতে বাস করে।