প্রার্থনা ফারদিন দীঘি শিশুশিল্পী হিসেবে অভিনয় করে রাতারাতি খ্যাতি লাভ করেছিলেন। এরপর কয়েকটি সিনেমাতেও দেখা গেছে তাকে। ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে অভিনয় করে জায়গা করে নিয়েছেন দর্শকহৃদয়ে।
এরপর সময় গড়িয়েছে অনেক। ২০২১ সালে ‘তুমি আছো তুমি নেই’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চিত্রনায়িকা হিসেবে তকমা লাভ করেন দীঘি। এরইমধ্যে দর্শকের আগ্রহের জায়গায় নাম বসে তার। ফলে বছরের বিভিন্ন সময়ই আলোচনায় থাকেন তিনি। আর এবার আলোচনায় এলেন বিয়ে ইস্যুতে।