নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে চাল বিক্রি করায় ১১ জনকে আটক করেছে মিয়ানমারের জান্তা সরকার। তাঁদের মধ্যে একজন জাপানি নাগরিকও আছেন।
মিয়ানমারের কর্মকর্তারা গতকাল সোমবার জানান, আটক হওয়া ব্যক্তিদের মধ্যে চাল ব্যবসায়ী, মিলার ও খুচরা বিক্রেতা রয়েছেন। নির্ধারিত মূল্যের চেয়ে ৭০ শতাংশের বেশি দামে তাঁরা চাল বিক্রি করে আসছিলেন।