পেনাল্টি মিস নিয়ে যা বললেন রোনালদো

যুগান্তর প্রকাশিত: ০২ জুলাই ২০২৪, ১৩:২৮

নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর ম্যাচের অতিরিক্ত সময়ের ১০৫ মিনিটে পেনাল্টি পায় পর্তুগাল। স্লোভেনিয়ার বিপক্ষে পেনাল্টি নিতে আসেন দলের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। পেনাল্টিতে যার দেড়শ গোলের মাইলফলক রয়েছে। সেই সঙ্গে সবশেষ ১৩ পেনাল্টিতেই যিনি সফল। সেই তাকেই কিনা এদিন হতাশ করে দিয়েছিলেন স্লোভেনিয়ার গোলরক্ষক ইয়ান ওবলাক। ঝাঁপিয়ে পড়ে রোনালদোর নিশ্চিত গোল ঠেকিয়ে স্লোভেনিয়াকে বাঁচিয়ে দেন তিনি।


ম্যাচটা ভাগ্য নির্ধারণী টাইব্রেকারে যাচ্ছে। হয়তো বিদায়ও হয়ে যেতে পারে পর্তুগালের। এটা ভেবেই অতিরিক্ত সময়ের বিরতিতে মাঠের এক পাশে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন রোনালদো। কোনো কারণে ম্যাচটা হারলে যে সব দায়টা গিয়ে বর্তাবে তার কাঁধেই। রোনালদোর এমন চোখের পানি নাড়িয়ে দিয়েছিল ডিওগো কস্তাকে। রোনালদোর চোখের পানি বৃথা যেতে দেননি তিনি। ম্যাচটা টাইব্রেকারে গেলেও স্লোভেনিয়াকে করতে দেননি একটি গোলও। অবিশ্বাস্য দক্ষতায় টানা তিনটি শট ঠেকিয়ে দিয়ে পর্তুগালকে ৩-০ গোলে জিতিয়ে নিয়ে যান কোয়ার্টার ফাইনালে। এমন ম্যাচের পর নিজের পেনাল্টি মিস নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে পর্তুগালকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us