সিংহকে জঙ্গলের রাজা বলা হয়। প্রাণীজগতের সবচেয়ে ভয়ঙ্কর শিকারী প্রাণী নাকি সিংহ। বন জঙ্গলের নানার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে দেখা যায়। বেশিরভাগ ভিডিয়োতেই অন্য প্রাণীকে আক্রমণ করার দৃশ্য দেখে ওয়াকিবহাল সকলেই। কিন্তু এবার যা ঘটল তা উলট পুরান বললেও ভুল হবেনা। সিংহকে অন্য কোনও প্রাণীদের হাতে আক্রান্ত হতে দেখেছেন কখনও?
সিংহকে আক্রমণ করতে পারে এমন প্রাণী কি আছে জগতে? এবার একদল সিংহকে আক্রমণ করল একটি জলহস্তী। শুনতে অবাক লাগলেও, ভিডিয়োতো আর মিথ্যে বলে না। নেচার ইজ অ্যামেজিং (@AMAZlNGNATURE) নামের একজন ব্যবহারকারী এক্স হ্যান্ডেলে তেমনই একটি ভিডিয়ো শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, একটি জলাশয়ে নেমে স্নান করছে তিনটি সিংহ।