বন-জঙ্গল, মাঠ-ঘাট, ঘর-আঙিনাসহ প্রায় জায়গাতেই সাপের অস্তিত্ব রয়েছে। তা প্রায় সব দেশেই। বিশ্বের প্রায় সব দেশেই রয়েছে নানা প্রজাতির সাপ। বর্তমানে আমাদের দেশে রাসেলস ভাইপারের প্রাদুর্ভাবে আতঙ্কিত সবাই। দেশের অনেক জেলায় এই সাপের কামড়ে মারা গেছেন অনেকে।
তবে আমাদের দেশে শুধু রাসেলস ভাইপার নয়, আরও অনেক বিষধর সাপের বসবাস। জানেন কি, বিশ্বের সবচেয়ে লম্বা সাপ কোনটি? বিশ্বের সবচেয়ে লম্বা সাপ হলো রেটিকুলেটেড পাইথন। লম্বায় ৮ মিটার, ওজন ১৫৮ কেজি। তবে বিশ্বের সবচেয়ে লম্বা বিষাক্ত সাপ হলো কিং কোবরা। এটি লম্বায় ৩-৪ মিটার পর্যন্ত হয়।