আইসিসির কাছে গুরুতর অভিযোগ করল আয়ারল্যান্ড

আজকের পত্রিকা প্রকাশিত: ২৯ জুন ২০২৪, ১৫:৪৩

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এখন একেবারে শেষ মুহূর্তে। বার্বাডোজের কেনসিংটন ওভালে কয়েক ঘণ্টা পরই ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা। শেষ সময়ে এসে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে গুরুতর অভিযোগ করল ক্রিকেট আয়ারল্যান্ড। 


বিশ্বকাপে লজিস্টিকাল সমস্যা নিয়ে আইসিসির কাছে গতকাল লিখিত অভিযোগ করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। এবারের বিশ্বকাপে তারা গ্রুপ পর্বের চারটি ম্যাচই খেলেছে যুক্তরাষ্ট্রে। সেখানের আবাসনব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে আইরিশরা। বিশেষ করে নিউইয়র্কে তাদের ঠিকমতো আপ্যায়ন করা হয়নি বলে দাবি ক্রিকেট আয়ারল্যান্ডের। নিউইয়র্কের লং আইল্যান্ডে নাসাউ কাউন্টি স্টেডিয়ামের কাছে প্রথমে থাকার কথা ছিল আয়ারল্যান্ড দলের। তবে টুর্নামেন্ট শুরুর মাত্র দুই সপ্তাহ আগে টিম হোটেল পরিবর্তন করে ব্রুকলিনে নেওয়া হয়েছে বলে অভিযোগ আইরিশদের। স্টেডিয়াম থেকে হোটেলের দূরত্ব ছিল ৯০ মিনিটের মতো। দূরত্ব বেশি হওয়ায় দলের প্রস্তুতিতে ঝামেলা হয়েছে বলে জানায় আয়ারল্যান্ড। এমনকি সংবাদ সম্মেলনের ব্যাপারেও তখন সমস্যায় পড়েছিল আইরিশরা। কারণ কোনো নির্দিষ্ট ক্রিকেটারকে শুধু সংবাদ সম্মেলনের জন্যই ৯০ মিনিট দূরত্ব পাড়ি দিতে হতো। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us